★ জামেয়ার নাম : আল জামেয়াতুল আরবীয়া বালক/বালিকা। হাইলধর, আনোয়ারা, চট্টগ্রম।
★ অবস্তান : বন্দর নগরী চট্টগ্রাম হতে দক্ষিণে আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে অবস্তিত।
★ প্রতিষ্টাতা : খতীবুল ইসলাম, আল্লামা শাইখ আব্দুল মালেক হালিম দাঃ বাঃ।
★ প্রতিষ্টা কালঃ ১৩৯৩ হিজরী মোতাবেক, ১৯৭২ ইংরেজি।
★ বর্তমান মুহতামিম : খতীবুল ইসলাম, আল্লামা শাইখ আব্দুল মালেক হালিম দাঃ বাঃ।
★ নায়েবে মুহতামিম : শায়খুল ইসলাম, আল্লামা মুনিরুল হক খলিলী দাঃ বাঃ।
★ শিক্ষাস্তর : প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তাফসীর, হাদীস, ফিক্বাহ, মানতিক, তাজবিদ, আরবী/বাংলা সাহিত্য, ইংরেজী সাহিত্য, গণিত, কারিগরী ইত্যাদি।
★ শিক্ষক সংখ্যা : ৫০ জন ( উভয় শাখা মিলে)
★ শিক্ষার্থী : সর্বমোট ১০০০ জন।
★ কর্মচারী : ১৫ জন।
One side of boys branch. Al jamiatul arabia for boys and girls. |
One side of girls branch. Al jamiatul arabia for boys and girls. |
No comments:
Post a Comment