Monday 22 February 2016

A poem written by a student of class nine

♠আমাদের জামেয়া আমাদের প্রাণ।♠
                  জান্নাতুল মাওয়া। (নবম মান)
শিক্ষা সংস্কারের আন্দোলনে জামিয়া তুমি চির দুর্বার,
অবদান তোমার অনস্বীকার্য, তুমি জাতির অহংকার।
সমাজের কুসংস্কার, কুশিক্ষ করেছো তুমি দূর,
আধার কেটে এ ধরাতে এনেছ তুমি রবের নুর।
আকাবিরের স্পর্শে ধন্য তুমি এ দেশেরই গৌরব,
দিক বিদিক ছড়িয়ে পড়ে তোমার খুশবু-সৌরভ।
তুমি বিপ্লব, দুর্জয়-দূর্লভ শাইখ হালিমের সাধনা,
তুমি চির উজ্জল এক জামেয়া, সকলেরই প্রেরণা।
শত বিপর্যয় রুখবে তুমি, রবে সারা জীবনভর,
তোমার মহিমা না ভুলিবো, আমরা সকল ভ্রমর।
ছবি:- হেফাজতের সম্মেলনের নয়া দিগন্ত থেকে।

No comments:

Post a Comment